রোববার স্পট মার্কেটে যাচ্ছে ওয়ালটন হাইটেক

১০ জুন, ২০২১ ১২:৫৬  
রেকর্ড ডেটের আগে আগামীকাল ১৩ জুন, রোববার স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পুঁজিবাজারে স্পট মার্কেট ক্যাশ মার্কেট নামেও পরিচিত। শেয়ারের লেনদেন নিষ্পত্তির সুবিধার্থে অর্থাৎ রেকর্ড ডেটের দিনে শেয়ারের মালিকানা নির্ধারণ নিয়ে যেন কোনো ধরনের জটিলতা দেখা না দেয় এ জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সূত্রমতে, স্পট মার্কেটে ওয়ালটনের লেনদেন শেষ হবে আগামী ১৪ জুন, সোমবার। আর  কোম্পানির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে এর পরদিন আগামী ১৫ জুন, মঙ্গলবার। রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। নিয়ম অনুযায়ী, দুর্বল মৌলভিত্তির ‘জেড’ শ্রেণিভুক্ত কোম্পানি বাদে অন্য সব শ্রেণির কোম্পানির শেয়ার রেকর্ড ডেটের আগে ২ দিন স্পট মার্কেটে লেনদেন হয়। আর ‘জেড’ শ্রেণির কোম্পানির শেয়ারের বেলায় এ সময় ৯ দিন।